How To Apply

image



  • ধাপ-০১: বিদ্যালয়ের ওয়েবসাইট cihs.edu.bd ভিজিট করুন।
  • ধাপ-০২: "Admission" মেনু থেকে "Apply Online" এ ক্লিক করুন। এতে একটি ফর্ম দেখা যাবে।
  • ধাপ-০৩: ফরমটি পূরণ করে সাবমিট(Submit) দিন। এরপর আপনি একটি পাঁচ (৫) ডিজিটের পিন কোড (PIN Code) পাবেন। পিন কোড টি সংরক্ষণ করুন। এটি এডমিট কার্ড (Admit Card) প্রিন্ট করতে প্রয়োজন হবে।
  • ধাপ-০৪: এখন আপনার দেওয়া তথ্য গুলো প্রদর্শিত হবে এবং "Proceed" বাটনে ক্লিক করুন।
  • ধাপ-০৫: পেমেন্ট এর বিস্তারিত দেখতে পাবেন। "Pay Now" তে ক্লিক করুন এবং বিকেশ পেমেন্ট সম্পূর্ণ করুন।
  • ধাপ-০৬: এরপর পেমেন্ট সাকসেস পেইজ দেখতে পাবেন। "Download Page" এ ক্লিক করুন এবং Admit Card প্রিন্ট করুন।